জেলা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
বাগেরহাটের মোংলা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ এলাকার 'বিদ্যার বাহন' নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ (কমিউটার) ট্রেনটি দিগরাজ এলাকার রেললাইন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর দুর্ঘটনার বিষয়টি রেলওয়ে পুলিশ তদারকি করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা মরদেহ উদ্ধার করেছেন। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সে বিষয়ে প্রাথমিক নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাগেরহাটে রেলওয়ে পুলিশের কোনো থানা বা ফাঁড়ি না থাকায় এ বিষয়ে তাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। খুলনা রেলওয়ে পুলিশের ওসির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রতিনিধি/একেবি