জেলা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়।
এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মো. আলমগীর (৩১) নামে এক বাংলাদেশি জেলে।
![]()
গুলিবিদ্ধ আলমগীর টেকনাফের হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী গ্রামের সৈয়দ আহমদের ছেলে। গুলিটি মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত অবস্থায় প্রথমে তাকে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। নাফ নদীতে জেগে ওঠা বিভিন্ন দ্বীপের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলায় সীমান্তবাসী ও জেলেরা আতঙ্কে রয়েছেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র বলেন, সীমান্তের ওপার থেকে গোলার শব্দ শোনা গেলেও কার গুলিতে জেলে আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় জনপ্রতিনিধি সিরাজুল মোস্তফা লালু জানান, গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে বিজিবি পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে।
![]()
৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে এক জেলে গুলিবিদ্ধ হন এবং শুক্রবার সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে এবং গুলিবিদ্ধ জেলে পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস