images

সারাদেশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

জেলা প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম

পটুয়াখালীর বাউফলে ট্রাকচাপায় মোতালেব (১৯) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার কালাইয়া ইউনিয়নের বাউফল-দশমিনা সড়কের সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব (১৯) জালাল মুন্সির ছেলে। তার বাড়ি দশমিনা উপজেলার বগুড়া এলাকায়।

IMG-20260108-WA0032

আহতরা হলেন দশমিনা উপজেলা কাছারি এলাকার সামসুল হকের ছেলে আবুল বশার (৪০), এবং একই উপজেলার বগুড়া এলাকার আকবর মাতুব্বরের ছেলে আসাদুল ইসলাম (১৮)। 

আরও পড়ুন

মুজিবনগরে কলাবোঝাই পিকআপ উল্টে নিহত ১

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক মোতালেব দুই যাত্রী আবুল বশার ও আসাদুলকে নিয়ে দশমিনার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে পাশাপাশি একটি ট্রাক ও একটি টমটম আসছিল। হঠাৎ টমটমটির সঙ্গে অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। এতে মোতালেব ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

IMG-20260108-WA0033

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আবুল বশার ও আসাদুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস