images

সারাদেশ

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত

জেলা প্রতিনিধি

১২ জুলাই ২০২২, ০২:০৬ পিএম

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশুসহ। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। 

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন নগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে রাশেদ মিয়াসহ ৮ থেকে ১০ বছর বয়সী আরও দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরে স্থানীয়রা আহতদের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বলেন, ছাদ থেকে কিভাবে পড়ে গেছে বিষয়টি জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে ওই দুই শিশুকে বাঁচাতে গিয়ে তিনজনই ছাদ থেকে পড়ে যান। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইচই