images

সারাদেশ

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

জেলা প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাকিনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ সদর দফতরের (সহকারী পুলিশ সুপার) মো. উসমান গণি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।  

নিহত আব্দুর রহমান রিয়াদ, শহরে সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

গ্রেফতার মো. সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে। 

সহকারী পুলিশ সুপার জানান, ২০২৫ সালের (২৮ ডিসেম্বর) প্রাইভেট পড়ার জন্য আব্দুর রহমান রিয়াদ (১৮) বাড়ি থেকে বের হয়। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের (নাজমুল চত্বর) বাহিরগোলা রোড এলাকায় রাস্তার উপর সিএনজির ভিতরে বসে থাকাবস্থায় কলেজ ছাত্রকে গ্রেফতার, সাকিনসহ ১০/১২ জন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আসামিরা প্রকাশ্যে বার্মিজ চাইনিজ টিপ, চাকু, চাইনিজ কুড়াল, রাম দা, চাপাতি, ছুরি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা কলেজ ছাত্রকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যায়। পরে রাত ১০টার দিকে নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে মো. শাহিনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/ ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

সেই মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে জন্য তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে  র‌্যাব-১২ সদস্যরা (৭ জানুয়ারি) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাকিনকে সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে