images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ২০

জেলা প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্রুতগতির একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

গাজীপুরে মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

1000211919

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ামুখী দ্রুতগতির একটি দিগন্ত পরিবহনের লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫-২০ জন আহত হয়। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস