images

সারাদেশ / আবহাওয়া

পটুয়াখালীতে গত দুই বছরের সর্বনিম্ন রেকর্ড ৮ দশমিক ৪ ডিগ্রি

জেলা প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

পটুয়াখালীতে ফের বেড়েছে ঘন কুয়াশার দাপট। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় গত দুই বছরের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এসময় জেলার অনেক স্থানের কুয়াশার দৃশ্যমানতা ছিল ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌপথের যান চলাচল। দিনের বেলায়ও চলতে হচ্ছে, হেড লাইট জালিয়েছে। অতি ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষ। চরম বেকায়দায় পড়েছেন চরাঞ্চলের বাসিন্দাসহ গভীর সাগরের মাছ শিকারি জেলেরা।

আরও পড়ুন

পটুয়াখালীতে ঘন কুয়াশা, দেখা মেলেনি সূর্যের

thumbnail_IMG_20251224_081249_8

এদিকে অনেকেই শীত নিবারনে আগুন পোহাচ্ছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

পটুয়াখালী আবহাওয়া অফিস মাহবুব রহমান সুখী জানান, আজ ঘন কুয়াশার জন্য সূর্য দেখা যায়নি। তবে আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/এসএস