images

সারাদেশ

মাদারীপুরে ঘুষ নেওয়ার অপরাধে পরিচ্ছন্নতা কর্মীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

মাদারীপুরে জমির নামজারি করতে ২০ হাজার টাকা ঘুষ নেয়ার অপরাধে এক পরিচ্ছন্নতা কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা এই দণ্ড দেন।

ভূমি অফিস সূত্রে জানা যায়, শিবচর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসেন এক নারী। তার কাছ থেকে জমির নামজারি করার জন্য নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে সেই টাকা দেন ওই নারী। কিন্তু জমির নামজারি বিলম্ব হওয়ায় বিষয়টি উপজেলা ভূমি সহকারী কমিশনারকে অবহিত করেন। পরে নোয়াব আলীকে কার্যালয়ে হাজির করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়। পুলিশের মাধ্যমে পাঠানো হয় শিবচর থানায়। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটে বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ

শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন, নোয়াব আলী যে কাজটি করেছে সেটি খুবই অন্যায়। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে সাজা দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস