images

সারাদেশ

নলছিটিতে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, ডিলারকে অর্থদণ্ড

জেলা প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার থানারপুল এলাকায় পরিচালিত অভিযানে ফ্রেশ কোম্পানির ওই ডিলারের বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনা করেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার বিষয়ে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রতিনিধি/ এজে