images

সারাদেশ

দিনাজপুরে মেস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

দিনাজপুরে একটি মেস থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তারিনা আক্তার নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের একটি মেসে এ ঘটনা ঘটে।

মোস্তারিনা আক্তার দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মোস্তারিনার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবা‌ড়ি উপজেলার এলুবা‌ড়ি গ্রামে।

আরও পড়ুন

ভাড়া বাসায় পড়ে ছিল গৃহবধূর গলাকাটা মরদেহ, স্বামী আটক

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত ক‌রে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মেয়েটি নিজের ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছে। পরবর্তীতে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস