জেলা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
নওগাঁয় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ অ্যান্ড বাদ্রার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিকেলে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ অ্যান্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি যে-সব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোনো রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে সেই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিনিধি/ এজে