images

সারাদেশ

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইমনের (২৫) বিরুদ্ধে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে কুলসুম বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার (৩ জানুয়ারি) তার স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার রাতে তারা ঘরের দোতলায় ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ওপরে গিয়ে কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় সাইমন পালিয়ে যান।

আরও পড়ুন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে মিলল রুশ নাগরিকের মরদেহ

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ঘরে পড়ে থাকা একটি ওড়না দিয়ে কুলসুমকে শ্বাসরোধ করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন ও রক্তের আলামত পাওয়া গেছে।

নিহত কুলসুম আনসার গাজীর মেয়ে। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তার চার বছর বয়সি এক ছেলে রয়েছে। অভিযুক্ত সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার বাসিন্দা।

thumbnail_IMG-20260105-WA0003

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস