জেলা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, যদি আপনাদের ভোটে আমি জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাই, তাহলে রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত ঘোষণা করার ব্যবস্থা করব। গরিব মেহনতি মানুষের পরিশ্রমের মূল্য অন্যের পকেটে যেতে দেওয়া হবে না।
রোববার (৪ জানুয়ারি) রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (দেবীপুর) বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, আমার নির্বাচনি এলাকায় স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। রাজনীতিতে ৪০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সবসময় চেষ্টা করেছি রূপসা, তেরোখাদা ও দিঘলিয়ার মানুষের পাশে থাকতে।
তিনি উল্লেখ করেন, বিএনপি সরকার গঠন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়ন হবে। এছাড়া, কৃষকদের জন্য সুদমুক্ত ও সহজলভ্য ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক স্বজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান প্রমুখ।
প্রতিনিধি/এসএস