images

সারাদেশ

দুই দিন ধরে সূর্যের দেখা নেই, পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

জেলা প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম

হিমালয়ের পাদদেশ ঘেঁষা জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে শীত। টানা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা।

দিনভর আকাশ ঢেকে থাকছে ঘন কুয়াশায়। সন্ধ্যার পর থেকে তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে শিশিরের মতো ঝরতে থাকে। হাড়কাঁপানো শীতে ঘরবন্দি হয়ে পড়ছেন অনেকেই।

thumbnail_VideoCapture_20241222-080704

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। এর আগের দিন রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আবহাওয়া অফিস জানায়, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত কমছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে তীব্র শীত অনুভূত হলেও রাত নামলেই প্রকৃতি হয়ে উঠছে আরও নিষ্ঠুর। যদিও ভোরের দিকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিছুটা শীতের তীব্রতা কমে, বিকেলের পর আবারও বাড়তে থাকে ঠান্ডার অনুভূতি।

এদিকে, শীতের প্রকোপ বাড়ায় জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

thumbnail_VideoCapture_20241207-101428

রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের অনেক ওয়ার্ডে স্থান সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝে কিংবা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। এর আগের দিন রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/এসএস