জেলা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম
ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট সংশ্লিষ্টরা জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ার পরই ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘নদীতে দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য।’
প্রতিনিধি/এমআই