জেলা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সঠিক সময়ে প্রত্যয়নপত্র না পাওয়ায় মেধাবী ছাত্রী মোছা. জুলি আক্তারের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। জুলি উপজেলার সাতপাড়িয়া গ্রামের আহাদ মিয়ার মেয়ে।
রোববার (৪ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করেন জুলির চাচাত বোন সমাজসেবক মোছা. হাসিনা আক্তার শিফা।
সে সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পঞ্চম শ্রেণিতে কৃতকার্য হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে সে দ্বীননাথ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারি মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি সুযোগ লাভ করেছে।
এখানে সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২২ ডিসেম্বর প্রত্যয়নপত্র পায়। এদিকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির শেষ তারিখ ছিল ২১ ডিসেম্বর। সঠিক সময়ে প্রত্যয়নপত্র হাতে না পাওয়ায় ৬ষ্ঠ শ্রেণিতে সে ভর্তি হতে পারছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে আবেদন করেও ভর্তির অনিশ্চিয়তা কাটেনি।
মোছা. হাসিনা আক্তার শিফা বলেন, জুলি গরীব ঘরের সন্তান। সে অত্যন্ত মেধাবী। লেখাপড়া করে এগিয়ে যেতে চায়। তাই সংশ্লিষ্টদের প্রতি বিনীত আবেদন, জুলিকে যেন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ করে দেওয়া হয়।
প্রতিনিধি/ এজে