images

সারাদেশ

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রূপালী ব্যাংকের ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এর আগে গতকাল শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনটি আস‌নের মোট ৩২ জন প্রার্থীর ম‌ধ্যে ১৪ জ‌নের ম‌নোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ১৮ জ‌নের ম‌নোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বাতিল প্রার্থীদের ম‌ধ্যে বেশিরভাগই স্বতন্ত্রপ্রার্থী। তাদের ম‌নোনয়নপত্র বাতিলের পেছ‌নে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষ‌রের গর‌মিল থাকার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া ক‌য়েকজন প্রার্থীর সম্পদের হিসাব, হলফনামায় ত্রুটি ও মামলার তথ্য গোপ‌ন ও ঋণ খেলাপির কারণ দেখানো হয়। শ‌নিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আস‌নের প্রার্থীদের ম‌নোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

ওইদিন ২৯ প্রার্থীর ম‌ধ্যে ১০ জ‌নের ম‌নোনয়ন বাতিল করা হয়। সব‌মিলিয়ে দুদিনে ৬১ প্রার্থীর ম‌ধ্যে ২৪ জ‌নের ম‌নোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া মোট ৩৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/এজে