images

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রতিনিধি/এসএস