images

সারাদেশ

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান রাশেদ গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সাদুল্লাপুর থানা থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

মাহফুজার রহমান ওই ইউনিয়নের ওসমান গনি তারা মিয়ার ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।

আরও পড়ুন

জামিন পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে কামারপাড়া ইউনিয়নের নুরপুর আমেরতল এলাকা থেকে মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, গ্রেফতার মাহফুজারকে সদর থানায় দেওয়া হয়েছে।  তবে কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানাননি তিনি।

প্রতিনিধি/এসএস