জেলা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
রাজশাহীর বাঘায় গভীর রাতে বাসায় ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে।
রোববার (৪ জানুয়ারি) সকালে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম সোহেল রানা (৩৫)। তিনি পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, রাতে সোহেল তার পরিবার নিয়ে ঘুমিয়েছিল। এ সময় সন্ত্রাসীরা টিন কেটে ঘরে ঢোকে এবং এলোপাথাড়ি গুলি চালায়। একটি গুলি সোহেলের পেটে লাগে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও সন্তান আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা রাতেই পালিয়ে যায়।
আরও পড়ুন
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা করা হবে।
প্রতিনিধি/টিবি