images

সারাদেশ

শায়েস্তাগঞ্জে আগুনে ১৫ বসত ঘর-দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগুনে ১৫ বসত ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাত প্রায় ৯টায় উপজেলার শ্রীরামপুর গ্রামের সফিক মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, শুক্রবার রাত প্রায় ৯টায় উপজেলার শ্রীরামপুর গ্রামের সফিক মিয়ার বাড়িতে অজ্ঞাত স্থান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সফিক মিয়া, রেনু মিয়া, লিলু মিয়া, পলাশ মিয়া, কাউছার মিয়া, ময়না মিয়া, জসিম মিয়া, ছালেখা খাতুন, আমির হোসেন, আয়লা বানু, আক্কল আলী, আব্দুস ছালাম, সুজন মিয়া, আতলি মিয়া ও সজিব মিয়ার বসত ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়।

শুক্রবার দিবাগত দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী বলেন, আগুনে ১৩টি বসত ঘর ও ২টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়ে ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহযোগিতার আহবার করেছি। তিনি বলেন, সময়মত আগুন নিয়ন্ত্রণ না হলে পার্শ্ববর্তী ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হতো। অল্পের জন্য রক্ষা হয়েছে।

 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি