images

সারাদেশ

কেশবপুরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে মধ্যকুল গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে ঘের ব্যবসায়ী ওয়ায়েস কুরুনি (৪০) এবং একই গ্রামের ভ্যানচালক কোমাদ আলী (৬০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কোমাদ আলী এবং বিকেল ৫টার দিকে ওয়ায়েস কুরুনি মারা যান।

আরও পড়ুন

মানিকগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, সড়ক দুর্ঘটনায় কোমাদ আলী ও ওয়ায়েস কুরুনি নামে দুই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস