জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।
ডা. মাহমুদা মিতুর দেওয়া হলফনামার তথ্যে উঠে এসেছে, তার হাতে নগদ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা ব্যাংকে জমা রয়েছে ৫১ হাজার টাকা। সোনা রয়েছে ২০ ভরি যার মূল্য ৪৫ লাখ টাকা। মোট সম্পদের মূল্য ৭৪ লাখ ৩১ হাজার টাকা।
হলফনামায় তার স্বামীর নগদ টাকা রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬ শত ৯৪ টাকা। ব্যাংকে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩ শত ৭৪ টাকা। আসবাপত্র ১ লাখ ২০ হাজা টাকাসহ মোট ৫৩ লাখ ৪২ হাজার ২ শত ৬৮ টাকা রয়েছে। তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পত্তি নেই।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহমুদা আলম মিতু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র (বিএনপি) গোলাম আজম সৈকত, জাতীয় পার্টির কামরুজ্জামান খান, জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র (বিএনপি) সাব্বির আহমেদ।
প্রতিনিধি/এসএস