জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। অপর তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ এবং গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের।
অন্যদিকে, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট।
প্রতিনিধি/এসএস