images

সারাদেশ

আইনের প্যাঁচে দোসরদের পুনর্বাসন করার চক্রান্ত চলছে: আখতার হোসেন

জেলা প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের মারপ্যাঁচে আওয়ামী দোসরদের নির্বাচনে সুযোগ দিয়ে পুনর্বাসনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রংপুর-৪ আসনে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, রংপুর-৪(কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত জাতীয় পার্টি থেকে একজন নির্বাচনে অংশ নিচ্ছে। আজকে রিটানিং কর্মকর্তার কাছে তার ব্যাপারে আপত্তি জানালেও আইনের মারপ্যাঁচের কথা বলে রিটানিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আর এরই মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসন হচ্ছে। আমরা যারা জুলাই আন্দোলনের করেছি এবং যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, তারা ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি কিংবা পুনর্বাসন দেখতে চায় না। এসময় তিনি আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান ইসি ও সরকারের কাছে।

ncp_akhtar

আইনশৃঙ্খলা বিষয়ে আখতার হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনে তফসিল ঘোষণার আগে দিনদুপুরে পাথর মেরে, গুলি করে হত্যার মতো ঘটনা ঘটেছে। সেই সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটেছিল। যদিও বর্তমানের নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। তারপরও আইনশৃঙ্খলার বিষয়ে শঙ্কা রয়েছে। কেননা যারা সন্ত্রাসী, যারা দিনদুপুরে মানুষকে গুলি করে হত্যা করছে, তাদের এখনও আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন

রংপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একটা অসামঞ্জস্য অবস্থা পূর্বেকার মতোই বিরাজ করছে। যা আমরা প্রত্যক্ষ করছি। অনেকে অর্থের ছড়াছড়ির মধ্যদিয়ে পাড়ি দিতে চান, অনেকে পেশি শক্তি দিয়ে পাড়ি দিতে চান। তাই নির্বাচন কমিশনকে বলব, অর্থের জোরে কিংবা পেশি শক্তি অথবা প্রশাসনের ভেতরে থেকে থাকাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাব।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৪(কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে দাখিলকৃত মনোনয়ন বৈধ হয়েছে আখতার হোসেনের। আজ শুক্রবার বিকেলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

ncp_akhtar_1

উল্লেখ্য, আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ আখতার হোসেন।

প্রতিনিধি/এসএস