জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
কুয়াশায় ঘেরা ভোরে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর নামকস্থানে এই অভিযান চালানো হয়।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের উত্তর সাতশিমুলিয়া গ্রামের রাজু মিয়া (৪০) ও লাহিড়ীপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হক আজাদ (৩৬)।
ডিএনসি উপ-পরিচালক জানান, ভোরে কুয়াশার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের তৎপরতা কম থাকায় মাদককারবারি ১০ কেজি গাঁজা নিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি সদস্যরা মহাসড়কে জামাদারপুকুর নামকস্থানে অবস্থান নেন। সকাল সাড়ে ৭টার দিকে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের নামে শাজাহানপুর থানায় এসআই তাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
প্রতিনিধি/এসএস