জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. দোলোয়ার হোসেন ভুঁইয়ার সমর্থকদের ওপর প্রাণনাশের হুমকি ও হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন ভুঁইয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা, লিখিত অভিযোগ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। গত বুধবার দুপুরে কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সামনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের স্বাক্ষর যাচাই করার সময় বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে আড়ালিয়া গ্রামের আনিসুর রহমান ও মাইজপাড়ার আবুল কালাম আহত হন। ঘটনায় গতকাল স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থীর সমর্থক বলাইশিমুল গ্রামের তোফাজ্জল হোসেন, মাজেজুল হক, পারভেজ মিয়াসহ সংঘবদ্ধ লোকজন এই হামলা চালান। একই সঙ্গে হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, সমর্থকরা আমার পক্ষে স্বাক্ষর করায় তাদের হামলা করে প্রাণনাশের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কায় রয়েছি। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, এটা আমাদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। দুই পক্ষের মধ্যে কিছুটা বাগ্বিতণ্ডা হয়েছে। কোনো রকম হামলার ঘটনা ঘটেনি।
বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী বলেন, আমি ওই দিন দলের চেয়ারপারসনের জানাজায় ছিলাম। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে। আমার কোনো সমর্থক এ রকম করে থাকলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস