জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদসহ মুন্সিগঞ্জ-৩ আসনের ৪ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ শেষে সাময়িকভাবে বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ অন্যান্য প্রার্থীর সমর্থককে মোবাইলে না পাওয়া, তথ্যের গরমিল, তথ্য গোপনীয়তাসহ বিভিন্ন অভিযোগে ৪ জনের মনোনয়ন সাময়িকভাবে বাতিল করা হয়।
![]()
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, কমিউনিস্ট পার্টির প্রার্থী শ ম কামাল, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী নূর হোসেন নূরানী ও লেবারপার্টির প্রার্থী আনিস মোল্লা।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। এরপর আপিল নিষ্পত্তির পরে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
এদিকে আসনটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ-৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। এদিন জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই সভায় ৯ প্রার্থীই উপস্থিত ছিলেন।
![]()
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুমন দেওয়ান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আরিফুরজ্জামান দিদার, খেলাফত মজলিশের প্রার্থী হাজী আব্বাস কাজী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল।
এদিন মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে শুক্রবার সকালে।
অন্যদিকে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার কথা জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরও বলেন, (মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা) নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন গত (২৯ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এরপর,যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।
![]()
এছাড়া বাতিল হওয়া প্রার্থীদের বিষয়ে রিটার্নিং অফিসার আরও জানান, বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা ও বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানীসহ দুজনের মামলার তথ্য গোপন রাখায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
পাশাপাশি, অন্য দুই প্রার্থী বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন সমর্থক ভোটারের তথ্য গরমিল পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
![]()
প্রতিনিধি/এসএস