জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুরের গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের গণি আকন্দের ছেলে ও বাসটির হেলপার মুসা আকন্দ (২৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে যাত্রী জামিল হোসেন (২০)।
স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে ওই স্থানে সিমেন্ট বোঝাই ট্রাকের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার ও যাত্রীসহ ২ জন নিহত হন। এ ঘটনায় ১০ জনের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, এ দুর্ঘটনায় নিহত দুইটি মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস