images

সারাদেশ

ফরিদপুরে ডিবির হাতে আ. লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সালথা উপজেলা সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়াকে (৬০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে সংঘটিত একাধিক ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। তবে বর্তমানে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।

পুলিশ আরও জানায়, আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের স্বার্থে আপাতত এর চেয়ে বেশি তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

প্রতিনিধি/একেবি