জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৮:০২ এএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আল আমিন (৫০) ও জনি মিয়া (৪০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন গোবিন্দগঞ্জের নাকাইহাট এলাকার বাসিন্দা এবং জনি মিয়া গোবিন্দগঞ্জ পৌরসভার দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাকের হেলপার মনির হোসেন (১৫) ও মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি/একেবি