জেলা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি ঊদ্দিন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ এলাকার ভাঙারমুখ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের একটি টিম সিএনজিটির গতিবিধি অনুসরণ করে হোটেল রামদা সংলগ্ন এলাকা থেকে সেটি আটক করতে সক্ষম হয়। তল্লাশিকালে সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— আবুল কাসেম (৬১), পিতা জবর মুল্লুক। তিনি টেকনাফ থানার হোয়াইক্যং এলাকার কুতুবদিয়া পাড়া, দিলরুবার ঘর, ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবং ইসমত আরা বেগম (২৬), স্বামী জিহাদুল ইসলাম, পিতা মোক্তার আহমেদ। তিনি জেলার মহেশখালী থানাধীন মিঠাছড়ি এলাকার শাপলাপুর ইউনিয়নের সেকান্দরের বাড়ির বাসিন্দা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিটি জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি৷
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এজে