images

সারাদেশ

মাদারীপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

মাদারীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।

এ সময় মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে