জেলা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও নীলফামারী-২ (সদর) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার নীলফামারী-১ ও নীলফামারী-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
নীলফামারী-১ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে বাকি ৯ জন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র সঠিক পাওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে নীলফামারী-২ (সদর) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে ৫ জন প্রার্থীর কাগজপত্র সঠিক পাওয়ায় তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। তবে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া তিনজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রমিত কাগজপত্র সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
প্রতিনিধি/এজে