জেলা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির এমপি প্রার্থী সারজিস আলম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তী সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা বারবার কিছু মৌলিক বিষয় সামনে এনেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রুততা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, আমরা চাই, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। বিচার বিলম্বিত হলে জনগণের মধ্যে হতাশা বাড়বে।
শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গে সারজিস আলম বলেন, দিনের আলোতে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা হলো। অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের গ্রেপ্তার করা যায়নি। তারা দেশে থাকুক কিংবা বিদেশে - যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে।
তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ১২ ফেব্রুয়ারির আগেই খুনিদের গ্রেফতার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে এটি নিশ্চিত করতে ব্যর্থ হলে জনগণের কাছে এটি হবে চরম ব্যর্থতা।
সারজিস আলম আরও জানান, দেশের যে কোনো রাজনৈতিক পরিস্থিতি থাকুক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতেই হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করার দাবি জানান তিনি।
এ সময় সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এজে