images

সারাদেশ

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব ১২ এর অভিযানে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি তাজা গুলিসহ দুই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২৫ মিনিটে মেহেরপুর র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুডাঙ্গা গ্রামস্থ আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন ও মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপরদিকে, একই গ্রামের মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯) এর কাছ থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন আফগানিস্তান), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে এ এম মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রতিনিধি/ এজে