images

সারাদেশ

মরদেহের সঙ্গে মিলল অন্যের বিচ্ছিন্ন পা, বিপাকে পরিবার

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

রাজশাহীতে বালুবাহী ট্রাকচাপায় নিহত সেন্টুের মরদেহের সঙ্গে মিলল অন্যের বিচ্ছিন্ন পা। এতে বিপাকে পড়েছেন নিহতের পরিবার। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার মানুষ নিহতের বাড়িতে ভিড় করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালু ট্রাকের ধাক্কায় চারজন নিহত হন। 

নিহত চারজনের মধ্য সেন্টুর বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে। 

দুর্ঘটনায় দুই পা ও এক হাতের কবজি বিচ্ছিন্ন রায়হান হোসেনের বাড়ি রাজশাহী জেলার চারঘাটের খুঁটিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। 

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিহত সেন্টুর মরদেহ পুলিশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে মরদেহ বাড়িতে গোসল করানোর সময় প্যাকেট খুলতেই অতিরিক্ত একটি বিচ্ছিন্ন একটি পা দেখতে পান স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিহতের পরিবারকে জানালে তারা পুলিশকে অবহিত করেন। আহত ব্যক্তির পরিবারের সদস্যরা পা নিতে রওনা হয়েছে।

মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী জানান, মরদেহ গোসলের প্রস্তুতির জন্য প্যাকেট খুলতেই মরদেহের সঙ্গে অতিরিক্ত একটি বিচ্ছিন্ন পা দেখতে পাই। বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারকে জানাই। পরে নিহতের পরিবার পুলিশকে বিচ্ছিন্ন পায়ের বিষয়টি অবহিত করেন।

প্রতিনিধি/ এজে