০১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ অনুষ্ঠান আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, ডা. ওবায়দুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, আক্তার হাবিব, ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন তুষার, ক্লাবের সদস্য শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন,মশিউর রহমান,খায়রুল আলম খোকন, হুমায়ন কবির, মো. সালাহউদ্দিন, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাই এই বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে আলোড়িত করেছে।
দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। সে কারণেই দেশনেত্রীর নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।
এক শোকবার্তায় সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। যিনি তার নীতির প্রশ্নে কখনো আপস করেননি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। যিনি তার সমগ্র জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করেছেন, কারাভোগ করেছেন। শেষদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু কখনও তিনি দেশ ছেড়ে চলে যাননি।
এর আগে জাজিরা বন্ধন ট্রেডার্স এর উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।