জেলা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
সারাদেশের ন্যায় পিরোজপুরেও চলছে নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে পিরোজপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে বই বিতরণ। বই বিতরণ কালে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ দেখা দিয়েছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, প্রাথমিক শিক্ষার ৯৮৯ প্রতিষ্ঠানের ১ লক্ষ ১০ হাজার শিক্ষার্থীদের মধ্যে এবং মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী ও ভোকেশনাল এর ১ লক্ষ ৩৯ হাজার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন, নতুন বছরের বই হাতে পেয়ে তাদের অনেক ভালো লাগছে। নতুন বই, নতুন বছরে স্বপ্ন পূরণ করতে বাড়িতে গিয়ে ভালোভাবে লেখাপড়া শুরু করার কথা জানান শিক্ষার্থীরা।
নবম শ্রেণি শিক্ষার্থী রাফিয়া জাহান বলেন, নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো রেজাল্ট করার জন্য বাড়িতে গিয়ে ভালোভাবে লেখাপড়া শুরু করব। আমার জীবনের ইচ্ছে আমি ডাক্তার হবো।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, নতুন বছরে বই পেলাম এবং বই গুলো দেখতে অনেক সুন্দর। বছরের শুরুতেই লেখাপড়া শুরু করব, যাতে ভালো রেজাল্ট করতে পারি।
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান জানান, পিরোজপুর জেলায় সব স্কুলে শতভাগ বই এসেছে। আমরা সব শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করেছি। উৎসবটা নিষিদ্ধ করা হয়েছে। আমরা রুটিন মাফিক করেছি, উৎসব হয়নি।
পিরোজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী জানান, বই উৎসব-এ বছর হয় নাই, বই বিতরণ হয়েছে। অধিকাংশ বই চলে আসছে। বাচ্চারা নতুন বই পেয়ে খুশি। বাচ্চাদের হাতে বছরের শুরুতে সরকার বই তুলে দিতে পেরেছে। তাই তাদের মধ্যে উৎস উদ্দীপনা দেখা গেছে।
প্রতিনিধি/ এজে