images

সারাদেশ

অপারেশন ডেভিল হান্টে কৃষক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

হবিগঞ্জে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ ২-এ মো. লুৎফুর রহমান নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. লুৎফুর রহমান ফতেহপুর গ্রামের মো. রমিজ উল্লাহর ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ প্রতিনিয়ত মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার, নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে অভিযান পরিচালনা করে লুৎফুর রহমানকে গ্রেফতার করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বাহুবলের আইনশৃঙ্খলা ভালো রাখতে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি