images

সারাদেশ

কুমিল্লায় থানায় ঢুকে পুলিশকে কুপিয়ে জখম, সেই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবককে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বাহাদুর হোসেন বাদল থানার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম; তিনি ওই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

থানা সূত্রে জানা গেছে, বাদল প্রায় নিয়মিতই তার গবাদি পশু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। গরুগুলো থানার বিভিন্ন ফুল ও ফলের গাছ নষ্ট করায় পুলিশ তাকে একাধিকবার নিষেধ করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার দুপুরেও সে একাধিক গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে।

বিকেলের দিকে বাদল গরু নিয়ে থানার মূল গেট দিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল ইসলাম তাকে পুনরায় সতর্ক করেন এবং ভবিষ্যতে যেন গরু নিয়ে থানায় প্রবেশ না করে সে বিষয়ে কঠোর নির্দেশ দেন। এতে বাদল চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার হাতে থাকা ধারালো দা দিয়ে হঠাৎই শরিফুল ইসলামের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

একপর্যায়ে দায়ের কোপ শরিফুল ইসলামের মাথায় লাগলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত অন্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে বাদলকে ধাওয়া করে আটক করেন। আহত কনস্টেবলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম জানান, বাদলকে গত কয়েক বছর ধরেই গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছিল, কিন্তু সে বিষয়টি কখনোই গুরুত্ব দেয়নি। মঙ্গলবারও তাকে সতর্ক করা হলে কথা কাটাকাটির একপর্যায়ে সে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার হওয়া বাদলকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানার ভেতরে ঢুকে এক যুবকের এমন বেপরোয়া হামলায় স্থানীয় সাধারণ মানুষ বিস্মিত। সহকর্মী ও স্থানীয়রা আহত পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় কোনো সদস্যের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি