images

সারাদেশ

তারেক রহমানের বছরে আয় পৌনে ৭ লাখ টাকা

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দাখিল করা হলফনামায় নিজের আয় ও সম্পদের বিবরণী জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হলফনামার তথ্য অনুযায়ী, তার বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং বর্তমানে তার হাতে নগদ রয়েছে ৩১ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা।

তারেক রহমানের আয়ের প্রধান উৎস হিসেবে শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতকে উল্লেখ করা হয়েছে। হলফনামায় তার মোট শেয়ার বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে ৬৮ লাখ ৫০ হাজার টাকা।

আর্থিক সম্পদের বিবরণ হলফনামায় উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের ব্যাংক আমানত ১ লাখ ২০ হাজার টাকা এবং স্থায়ী আমানত (এফডিআর) ৯ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা। এছাড়া অর্জনকালীন মূল্যে তার নিকট ২ হাজার ৯৫০ টাকার স্বর্ণালংকার এবং ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাবপত্র রয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের নামে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা নগদ এবং ৩৫ লাখ টাকার এফডিআর রয়েছে। তার ব্যাংক সঞ্চয়ের পরিমাণ ১৫ হাজার ২৬০ টাকা।

স্থাবর সম্পত্তি তারেক রহমানের স্থাবর সম্পদের মধ্যে ৩ একর ৫ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া তিনি উপহার হিসেবে ২ দশমিক ৯ শতাংশ জমি লাভ করেছেন। তার স্ত্রীর নামে ১১১ দশক ২৫ শতক অকৃষি জমি এবং যৌথ মালিকানায় ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন রয়েছে।

মামলার খতিয়ান আইনি জটিলতা ও মামলার বিষয়ে হলফনামায় জানানো হয়, তারেক রহমানের বিরুদ্ধে মোট ৭৭টি মামলা ছিল। এর মধ্যে ৫৪টি মামলায় তিনি খালাস পেয়েছেন, যার মধ্যে ২২টি খালাস পেয়েছেন ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে। এছাড়া: ১২টি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে; ৮টি মামলা আদালত কর্তৃক খারিজ হয়েছে; ৩টি মামলা বাদীপক্ষ প্রত্যাহার করে নিয়েছে।

হলফনামায় তার বর্তমান যোগাযোগের ঠিকানা হিসেবে ঢাকার গুলশানের দুটি বাসভবনের (রোড ১৯ এবং ৯৬ গুলশান-২) কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি/একেবি