images

সারাদেশ

ইমজার আহ্বায়ক পীযূষ, সদস্য সচিব সেলিম পারভেজ

জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের আমনি কমপ্লেক্স ইমজার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বিশেষ সভায় আগের কার্যকরী কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য এবং সদস্য সচিব করা হয়েছে চ্যানেল আই- এর জেলা প্রতিনিধি সেলিম পারভেজকে।

আরও পড়ুন

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

এছাড়া কমিটির সদস্যরা হলেন- উজ্জ্বল চক্রবর্তী (সময় টিভি), শফিকুল ইসলাম (যমুনা টিভি), মাসুক হৃদয় (নিউজ ২৪), আজিজুল সঞ্চয় (এখন টিভি), মেহেদী নূর পরশ (দেশ টিভি), আল মামুন (বার্তা ২৪), প্রকাশ দাস (চ্যানেল ২৪), লোকমান হোসেন (ফোকাস বাংলা), আবদুল্লাহ আল মাহমুদ (স্টার নিউজ), খোকন মিয়া (বৈশাখী টিভি) ও বাবুল সিকদার (চ্যানেল এস)।

সভায় আহ্বায়ক কমিটি কর্তৃক আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিনিধি/এসএস