জেলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে পুলিশে দিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে দুর্ঘটনাটি ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা এবং মালঞ্চা ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মন্জিলা বেগমের স্বামী।
আরও পড়ুন
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মমতাজ উদ্দিন রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ উদ্দিন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ চালক আব্দুস সালাম (১৮) ও আরোহী আব্দুর রাজ্জাককে আটক করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাদেরকে হেফাজতে নেন।
কাহালু থানার ওসি বলেন, নিহত মমতাজ উদ্দিনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক দুজনের বিরুদ্ধে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস