জেলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
নাটোরের লালপুরে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর লালপুর উপজেলায় নাটোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলার শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ, ভেল্লাবাড়িয়া দাখিল মাদ্রাসার মাঠ, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, কলস নগর উচ্চ বিদ্যালয় মাঠে, সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠসহ উপজেলার বিভিন্ন জায়গায় গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি/ এজে