images

সারাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন মার্কেটে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সকালে কালিতলা, থানা রোড, কবি নজরুল ইসলাম সড়ক ও কাঠালতলা এলাকার নিউ মার্কেট, ছহির উদ্দিন মার্কেট, পুকুরপাড় নিউ মার্কেট, বিআরটিসি শপিং কমপ্লেক্সসহ সব মার্কেট বন্ধ থাকতে দেখা যায়। শহরের প্রধান কাঁচাবাজার রাজাবাজার ও ফতেহ আলী বাজারেও দোকানপাট বন্ধ রয়েছে। মার্কেটগুলোর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্সের সভাপতি আসাদুল হক কাজল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে এই মার্কেটের তিন শতাধিক দোকান বুধবার সারাদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।এই চিত্র শুধু শহরে না, শহরতলীর ছোট ছোট মার্কেট গুলোও বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন

শৈলকুপায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এছাড়া বিভিন্ন মার্কেটের প্রবেশমুখে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অন্যান্য মার্কেটগুলোর ব্যবসায়ী নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সরকারিভাবে সরকারি ছুটি ঘোষণা করায় সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ রয়েছে। যার কারণে শহরে জনসমাগম কম।

প্রতিনিধি/এসএস