images

সারাদেশ

শৈলকুপায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জানাজার নামাজ পড়ান কোর্টপাড়া জামে মসজিদের ইমাম আবু সাঈদ রহমান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

গায়েবানা জানাজায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিনিধি/ এজে