জেলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে অন্য ট্রাকের চালক নিহত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বগুড়া শহরতলীর ঢাকা–রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত ট্রাকচালকের নাম সেলিম হোসেন (৪০)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়ক বিভাজনের উপর উঠে গিয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে চালক সেলিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এজে