জেলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ এএম
ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা লিমন নকিবকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালিজিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া লিমন নকিব শহরের স্টেশন রোডের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।