জেলা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
ঝালকাঠিতে রাজাপুরের ভাতকাঠি গ্রামে টয়লেটে পড়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সালমান ফারসি। সে ভাতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সালমান ফারসি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিল এবং সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে উঠেছিল।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার স্কুল থেকে বার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফেরার পর সে মায়ের সঙ্গে কথা বলে এবং বসতঘরের পাশে থাকা টয়লেটে প্রবেশ করে। দীর্ঘ সময় পার হলেও বাইরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে তাকে গলায় ফাঁস লাগানো অচেতন অবস্থায় পান। পরে স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আত্মহত্যা করেছে। তবে কেন সে এ পথ বেচে নিলো বা মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পরিবার। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে